ফেরার সম্ভাবনা সাইফউদ্দিনের অনিশ্চিত শরিফুল-মেহেদি

22

প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সোমবার তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে তামিমরা। এ ম্যাচে বাংলাদেশ দলের বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের ফেরার সম্ভাবনা রয়েছে। তবে শরিফুল কিংবা শেখ মেহেদি হাসানের অভিষেক হবে কিনা সেটা এখনো নিশ্চিত না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে সাইফউদ্দিনকে মাঠে দেখা যেতে পারে। কেননা পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালোভাবে জব্দ করেছেন তিনি। তাই খুব অল্প সময়ের ভেতর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে গেছেন।
অনেক ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনকে ওপেনিং বোলার হিসেবেও দেখা গেছে। সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু ফিটনেস ঠিক না থাকায় প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না। এখন পুরোপুরি ফিট রয়েছেন তিনি। তবে সাইফউদ্দিন কার জায়গায় খেলবেন, এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবশ্য উত্তরটা আন্দাজ করতে খুব একটা কষ্ট হবে না কারও। হ্যাঁ, ঠিক ধরেছেন। রুবেল হোসেনের জায়গাতেই দেখা যেতে পারে সাইফকে।