ফুলেল ফুড ও মক্কা হোটেলকে ৫ লাখ টাকা জরিমানা

56

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন করায় নগরীর মোহরা এলাকার ফুলেল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বাসি খাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুরাদপুরের মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
নগরীতে পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। তিনি নগরীর পাঠানটুলী, চৌমুহনী ও হালিশহর রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রীর স্ত‚প করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৭ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা সদস্যরা করেন।