ফুটবল থেকে অবসর ক্যাসিয়াসের

80

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী গোলকিপার অধিনায়ক ইকার ক্যাসিয়াস সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১ মে পোর্তোর হয়ে ট্রেনিং করার সময় হার্টএট্যাক করে হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তী। চিকিৎসকরা জানান আর কখনোই ফুটবলে ফিরতে পারবেন না ইকার। তবে অফিসিয়ালি কোন ঘোষণা দেননি তখন পর্যন্তও। তবে শুক্রবার ১৭ মে নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে নিজের অবসরের ঘোষণা দেন তিনি।
২০১০ সালে বিশ্বকাপ আর ২০০৮ এবং ২০১২ সালে টানা দুইটি ইউরো জয়ে স্পেনকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন প্রায় ২১ বছর। অভিষেকের পর রিয়ালের হয়ে ৭০০ এর অধিক ম্যাচ খেলেছেন ইকার। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের সাথে ৫টি লা লিগা জিতেছেন ইকার। ২০১৫ সালে রিয়াল ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে পাড়ি জমান তিনি। এরপর অবসর নেওয়ার আগ পর্যন্ত পোর্তোর প্রথম গোলকিপার হিসেবেই খেলেছেন তিনি।