ফুটবল ছাড়ার ঘোষণা দিল সাইফ স্পোর্টিং

3

দেশের ফুটবলে অনেক প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা। এর মধ্যে নতুন এক সংকট যোগ হয়েছে। সব ধরনের ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।
গতকাল ক্লাবটির চেয়ারম্যান ও সাইফ পাওয়ার টেকের প্রধান নির্বাহী তরফদার মোহাম্মদ রুহুল আমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি আমরা। যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রæপের ব্যবসা বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রæপের পক্ষ থেকে।’
তবে ফুটবল ছাড়লেও তারা দাবায় থাকবেন বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড আমাদের চিঠি দিয়ে জানিয়েছে তারা আপাতত ফুটবল থেকে কিছুদিন বিরতিতে থাকতে চায়। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগসহ দ্বিতীয় বিভাগেও সাইফের যে দল খেলতো সেটা আর হচ্ছে না।