ফুটবলার মসিহ’র ৫ম মৃত্যুবার্ষিকী

12

আজ ২৭ ফেব্রুয়ারী সাবেক জাতীয় ফুটবলার মসিহ সালামের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে চিটাগাং ক্লাব মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হঠাৎ অসুস্থ হয়ে হার্ট ফেল করে মারা যান।
মসিহ্ সালাম ১৯৭৯ সালে চট্টগ্রাম ২য় বিভাগ গোসাইল ডাঙ্গা যুব গোষ্ঠীর হয়ে খেলা শুরু করেন। এরপর চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী, ফকিরাপুল, ভিক্টোরিয়া ক্লাব এবং চিটাগাং কাস্টমস স্পোর্টস ক্লাবের হয়ে খেলোয়াড়ী জীবন শেষ করেন। সাবেক জাতীয় ফুটবলার মসিহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও সোনালি অতীত ক্লাবের ভাইস্ প্রেসিডেন্টসহ পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর স্টেডিয়াম প্রতিনিধি ছিলেন।
উল্লেখ্য তিনি এডভোকেট মরহুম আব্দুস সালাম আলকরনীর কনিষ্ট সন্তান। মসিহ্ সালামের পরিবারের পক্ষ হতে তার আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন স্ত্রী ও দুই সন্তান। বিজ্ঞপ্তি