ফুটপাত-রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

6

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গত মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন মালিকানাধীন মিউ নিসিপ্যাল মডেল স্কুল মার্কেটের ১৪ নম্বর দোকান অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক সীলগালা করা হয় এবং চকবাজারস্থ সিটি কর্পোরেশন মালিকানাধীন আধুনিক চকসুপার মার্কেটের তালাবদ্ধ সমিতি অফিস খুলে দিয়ে মার্কেটের বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়। একই অভিযানে দামপাড়াস্থ চট্টেশ্বরী রোডে আলিফ মীম টাওয়ার নামক নির্মানাধীন ভবনের নির্মাণ সামগ্রী ফুটপাত ও রাস্তা রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।