ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

4

নিজস্ব প্রতিবেদক

ফুটপাত ও নালার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়, এনায়েত বাজার, জুবিলি রোডে, রিয়াজউদ্দিন বাজার থেকে আমতল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এছাড়া সামাজিক যোগাযোগ মধ্যমে কমেন্ট দেখে মেয়রের নির্দেশে ফিরিঙ্গীবাজারের একটি ফুটপাতের উপর বসানো লোহার সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে। গত মঙ্গলবার ফুটপাত থেকে সিঁড়িটি উচ্ছেদ করা হয়।
চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, নগরের বিভিন্ন স্থানে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। এ সময় শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান ও দোকানের বাড়তি শেড গুঁড়িয়ে দিয়ে পরিষ্কার করা হয়। অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।