ফুটপাতে ভাসমান হকারদের পুনর্বাসন ও ব্যবসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে

51

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন-নগরীর সড়ক পার্শ্বস্থ ফুটপাতে অসংখ্য ভাসমান হকার ক্ষুদ্র ব্যবসার পসরা বসিয়ে কোনরকমে জীবন নির্বাহ করে থাকে। দুঃখজনক হলেও সত্য যে, বিভিন্ন সময়ে অপরিকল্পিতভাবে উচ্ছেদ অভিযানের নামে এদের তাড়া করা হয়। ফলে এদের জীবনে নেমে আসে অসহনীয় গ�ানিকর পরিস্থিতি। তাই ভাসমান হকারদের এ বিষয়টির অধিকতর গুরুত্ব বিবেচনায় নিয়ে নগরীর সুবিধামত একটি স্থানে তাদের জন্য পৃথক একটি ব্যবসা কেন্দ্র গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় ফুটপাত, পার্কিং স্পেস প্রশস্ত করার মাধ্যমে সড়কসমূহকে জনসাধারণের চলাচল উপযোগী করে তোলার উদ্যোগ নেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করে আসন্ন নির্বাচনে মেয়র পদে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। গত ১২ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ চকবাজার, কাপাশগোলা, পশ্চিম বাকলিয়া ও ছাবেরিয়া এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইলিয়াছ খান ইমু, মাওলানা মোখতার আহমদ, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ নুরী, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, মুহাম্মদ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাসেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা মাসরুর রহমান, আবুল হাশেম রাশেদ, সাজ্জাদ প্রমুখ। বিজ্ঞপ্তি