ফুটপাট তুমি কার?

65

সেই প্রাচীন বন্দরনগরী চট্টগ্রামের গা ভেদ করে রাজধানী ঢাকার সাথে যেই সড়কটি প্রথম সংযোগ সৃষ্টি করেছে, তার নাম ডিটি রোড। শের শাহের শাসনামলে নির্মিত এডিটি রোডটি সংস্কারে মহাপরিকল্পনার আওতায় আনা হয়। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে এ সড়কটি এখনও কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। এর অন্যতম কারণ সড়কের উভয় পাশ ও ফুটপাত অবৈধ দকলদারদের অধীনে থেকে যাওয়া। তত্ত¡াবধায়ক সরকার, বর্তমান সরকারের আমলে অবৈধ দখলদারের বিরুদ্ধে নোটিশ, মাইকিং করেও সড়কের অবৈধ দখলদার থেকে উক্ত জায়গা উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া এ সড়কের পাশে করবস্থান, শহীদ মিনারের জায়গা দখলকারী ডেভলাপার ও শহীদ মিনারের পূর্ব পাশ হয়ে অলংকারের মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধ পার্কিংসহ ফুটপাতে চলাচলের রাস্তা বেআইনীভাবে বন্ধ করে জনগণকে চলাচলে বাধা সৃষ্টি করছে যা আইনতঃ দন্ডনীয় অপরাধ। তাই মনছুরাবাদ হতে অলংকার পর্যন্ত অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

এম.এ সালাম
বীর মুক্তিযোদ্ধা