ফুটওভার ব্রিজে কন্টেইনার মুভার আটকে দীর্ঘ যানজট

26

কাস্টমস মোড়ে ফুটওভার ব্রিজের সাথে কন্টেইনার মুভার আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘ যানজটের কবলে পড়ে শতাধিক গাড়ি। পরবর্তীতে ৫ ঘণ্টা পর সকালে ট্রাফিক পুলিশ সার্জেন্ট ডিউটিতে এসে তা স্বাভাবিক করেন।
জানা গেছে, মুভারের উচ্চতার কারণে গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে ফুটওভার ব্রিজের সাথে আটকে কন্টেইনার মুভারটি উল্টে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানায় বন্দর বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো. হাবিবুর রহমান। পরে গতকাল সোমবার ভোর ৬টার দিকে, অর্থাৎ ৫ ঘণ্টা পর ট্রাফিক সার্জেন্ট হাবিবুর রহমানের নেতৃত্বে ক্র্যানের সাহায্যে গাড়ি সোজা করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সার্জেন্ট হাবিবুর রহমান পূর্বদেশকে জানান, কাস্টম মোড়ে রাত দুইটায় গাড়িটি ফুটওভার ব্রিজের সাথে লেগে বেঁকে পড়ে যায়। পরে সকালে ডিউটিতে এসে দেখি দীর্ঘ যানজট। তাড়াতাড়ি ক্র্যান ডেকে এনে, গাড়িটি সোজা করে যান চলাচল স্বাভাবিক করি।