ফিলিস্তিনের জন্য সৌদি আরবের অনুদান ৬ কোটি ডলার

37

বাজেটের জন্য সৌদি আরব ফিলিস্তিনকে ছয় কোটি ডলার দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, ফিলিস্তিনকে সহায়তার জন্য সৌদি আরবের বরাদ্দ করা সহায়তার তিন মাসের সমপরিমাণ অর্থ এটি।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমানে সৌদি আরবে দুই দিনে সফরে রয়েছেন। সেখানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দেল আজিজের সঙ্গে তিনি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। মিসরে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আরব লিগে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ওসমান বিন আহমেদ নাকলি গত বুধবার জানিয়েছেন, ‘সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট’ (এসএফডি) ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয়ের কাছে ছয় কোটি ডলার পাঠিয়েছে দিয়েছে।
নাকালই আরও জানিয়েছেন, যে অর্থ সৌদি আরব ফিলিস্তিনকে দিয়েছে তা ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারি মাসের জন্য বরাদ্দ করা মাসিক সহায়তার অর্থ। ফিলিস্তিনি বাজেটে সহায়তা করবে এই অর্থ সহায়তা। ফিলিস্তিনের প্রতি ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক’ সহায়তার দেওয়ার স্থায়ী অবস্থান দেওয়ার সূত্রেই সৌদি আরব এই অর্থ সহায়তা দিয়েছে।