ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা ভূমিধসে নিহত ৯

2

 

ফিলিপিন্সে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসের ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এসব ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার (৬২ মাইল) একটানা বাতাসের বেগ নিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে কমপাসু। স্থলে উঠে আসার আগে আরেকটি ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ কমপাসুর সঙ্গে মিশে যায়। আগেই ঘূর্ণিঝড়ের মুখে থাকা প্রায় ১৬০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, তাদের আঞ্চলিক ইউনিটগুলোর পাঠানো প্রতিবেদনে উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে ভূমিধসে চার জনের এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপ প্রদেশ পালওয়ানে হড়কা বানে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তারা এসব প্রতিবেদন যাচাই করে দেখছে বলে সংস্থাটি জানিয়েছে। নিখোঁজ ১১ জনের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এদের অধিকাংশই ভূমিধসগুলোর পর নিখোঁজ হয়েছেন।