ফিলিপাইনে অগ্ন্যুৎপাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪ লাখ মানুষ

35

ফিলিপাইরে তাল আগ্নেয়গিরির প্রভাবে ক্ষতিগ্রস্ত হযেছে ৪ লাখ মানুষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএনএ জানায়, এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজারেরও বেশি পরিবারকে ঘর ছাড়তে হয়েছে। তাল ফিলিপাইনের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি। একটি লেকের মাঝখানে দ্বীপের মতো জায়গায় অবস্থিত আগ্নেয়গিরিটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি এবং গত সাড়ে চারশ বছরে এটি ৩৪ বার অগ্ন্যুৎপাত করেছে। রাজধানী ম্যানিলা থেকে আগ্নেয়গিরিটি ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
বিশাল আকারে ছাই উদগীরণের কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর এই লাভা উদগীরণ শুরু হয়। চলতি মাসের শুরু থেকেই এটি সক্রিয় হয়ে উঠতে শুরু করে। দেশের চারটি প্রদেশে প্রায় ৪ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে। বাতানগ্যাস, ক্যাভিতে, লাগুনা ও কোয়েজন প্রদেশেই এটি বেশি প্রভাব ফেলেছে। ফিলিপাইনের জাতীয় দুযোর্গ প্রতিরোধ ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, ৫৩৫টি আশ্রয় কেন্দ্রে এখনও ৩৯ হাজার ৭৬টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। বাকি পরিবার তাদের বন্ধু ও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ায় ১৫০টি আগ্নেয়গিরি রয়েছে। আর এর মধ্যে ২৩টিই ফিলিপাইনে অবস্থিত।