ফিফা থেকে দেড় মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে

4

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অ্যাসোসিয়েশনদের আর্থিক সাহায্য করার ঘোষণা আগেই দিয়েছিল ফিফা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় মিলিয়ন ডলার পাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে। এর মধ্যে পুরুষ ফুটবলের জন্য এক মিলিয়ন ও মেয়েদের জন্য ৫ লাখ ডলার দেওয়া হচ্ছে। দেড় মিলিয়ন ডলারের প্রথম কিস্তি ৫ লাখ ডলার এরই মধ্যে হাতে পেয়েছে বাফুফে। পুরুষ ফুটবলের জন্য প্রাপ্ত অর্থ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, নিচের সারির লিগের দল, জেলা ও জাতীয় দলের জন্য ভাগ করে দেওয়া হচ্ছে। আর মেয়েদের জন্য প্রাপ্ত অর্থ ক্লাব ও জেলাগুলো পাচ্ছে।