ফিদে ব্লিটজ দাবা প্রতিযোগিতা ৬ নভেম্বর শুরু

17

চট্টগ্রাম দাবা সমিতির আয়োজনে ও দাবা কমিটি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুজিব বর্ষ আমন্ত্রনমূলক ফিদে ব্লিটজ দাবা প্রতিযোগিতা আগামী ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ কনভেশন হলে অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্র্তৃক অনুমোদিত আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতায় চট্টগ্রামের শীর্ষ রেটিংধারী ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করিবেন। দিনব্যাপী সুইচলীগ পদ্ধতিতে ৯ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট সহ নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী খেলোয়াড়দের নাম হচ্ছে- ফিদে মাস্টার আব্দুল মালেক, এস.এম. তারেক, রাকিবুল ইসলাম সাচ্চু, আহমেদ মইন উদ্দিন, রফিকুল ইসলাম, বুকল বড়ুয়া, মুজিবুর রহমান, এমকে শাহীন, আব্বাস উদ্দিন, মো. মইন উদ্দিন, কুতুব উদ্দিন, সাইফ উদ্দিন খান, নাসির হাসান, মো. নাজিম, আসিফ মাহমুদ, শামসুল হক, আব্দুল হালিম, আকিব জাওয়াদ, জাহাঙ্গীর আলম, সাইফুল আজম, রস্তজয় তংচইগ্যা, মোহসীন জামান, সাজিদ বিন জাহিদ, সবুজুর রহমান, মাহির সাদমান, দীব্য দাশ, মো. আলী হোসেন, তানজিলা তুন নুর, রুমাইশা হায়দার।
উল্লেখিত খেলোয়াড়দেরকে আজ বুধবার রাত ৮.০০ টার মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হল। নিবন্ধনের জন্য যোগাযোগ করুন- প্রকৌশলী এস.এম. তারেক, সাধারণ সম্পাদক ও নাসির হাসান, প্রচার সম্পাদক চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি। বিজ্ঞপ্তি