ফিজিও পেল চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি

33

যাত্রা শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি। আপাতত চলছে খেলোয়াড় সংগ্রহের কাজ। করোনা পরিস্থিতির উন্নতি হলেই শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে পড়বেন ট্রেনাররা। এই লক্ষ্যে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি ফিজিও নিয়োগ দিয়েছে। পরশু বিকালে একাডেমির অস্থায়ী কার্যালয়ে ফিজিও মো. ইসমেহ আজিম আসিফ তার বায়োডটা জমা দেন একাডেমির পরিচালকদের হাতে। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী ফিজিওথেরাপিস্ট। প্রসঙ্গত. বাংলাদেশে এই প্রথম কোন একাডেমি সার্বক্ষনিক ফিজিও পেল। ফিজিও মো. ইসমেহ আজিম আসিফ ফুটবলারদের ট্রেনিং চলাকালীণ সময়ে উপস্থিত থেকে প্রয়োজনে ইনজুরি অক্রান্ত খেলোয়াড়দের দেখাশুনা করবেন।
ফিজিও নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, কোষাধ্যক্ষ প্রনব দেব দাশ, পরিচালক আব্দুর রব মুমিন, হায়দার কবির প্রিন্স আব্দুর শুকুর রানা, জাফর ইকবাল, একরাম আফসার, বিশ্বজিৎ সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি