ফায়ার সার্ভিসের মহড়া চমেক হাসপাতালে

31

অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ মহড়া উদ্বোধন করেন।
মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মূৎসুদ্দী। এতে ১১০ জন ফায়ার সার্ভিসের সদস্য অংশ নেন।
পূর্ণ চন্দ্র মূৎসুদ্দী বলেন, দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের কী কী সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলোর ব্যবহার ও দ্রæত দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করার কৌশল সম্পর্কে মহড়ায় হাতে কলমে শেখানো হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, উপাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার দত্ত, বিএমএ চট্টগ্রাম শাখার সহ-সভাপতি ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম, গাইনি বিভাগের প্রধান ডা. শাহানারা চৌধুরী, মেডিসিন বিভাগের ডা. অশোক কুমার দত্ত, মো. হাসানুজ্জামান, হৃদরোগ বিভাগের ডা. প্রবীর কুমার দাশ প্রমুখ।