ফাহাদ সভাপতি, ফয়েজ সম্পাদক চট্টগ্রাম রিহ্যাবিলিটেশন এসোসিয়েশন কার্যকরী কমিটি গঠিত

5

মাদকাসক্তরা সমাজের বোঝা নয়। বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে তারা দক্ষ জনশক্তিকে রূপান্তরিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আর এ প্রক্রিয়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের সমন্বিত প্রয়াস প্রয়োজন।
চট্টগ্রামের মাদক নিরাময় কেন্দ্রসমূহের সমন্বয়ে নবগঠিত সংগঠন চট্টগ্রাম রিহ্যিাবিলিটেশন এসোসিয়েশন (সিআরএ) গঠনকল্পে এক যৌথ সভায় বক্তাগণ এ অভিমত ব্যক্ত করেন।
সংগঠনের উপদেষ্টা মঈনুল হক মনার (আলো) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভা সঞ্চালনা করেন পারভেজ আহমেদ (ভোর)। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার দুলাল সরকার (ছায়ানীড়) এর তত্ত¡াবধানে প্রতিষ্ঠানসমূহের পরিচালকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিআএ-র নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মঈনউদ্দীন ফরহাদ (দৃষ্টি) এবং সাধারণ সম্পাদক এম এ ফয়েজ (দীপ)। এই যৌথ সভায় আলো, দীপ, দৃষ্টি, দীপ্তি, শুকতারা, এলার্ট, আভা, ছায়ানীড়, স্রোত, প্রশান্তি, গ্রিন, হেল্প, ড্রিম, নয়ন, সেভার, আলোর পথে, ভোর, নীল, সুস্থতার ছোঁয়া, গোল্ডেন লাইফ-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি