ফাগুনে একুশ

49

একুশ এলে মনের কোণে ভাষার কথা জাগে
ভাষা পেলাম রফিক, সালাম বরকতের ত্যাগে।
একুশ আসে শিমুল গাছে কোকিল ডাকা ভোরে
মায়ের ভাষায় কথা বলার উৎসাহ পায় জোরে।
একুশ এলে সুরের দোলায় দুলে উঠে প্রাণ
সুরের মেলায় হৃদয় জুড়ে পলাশ,গাঁদার ঘ্রাণ।
ফাগুন ঝরা বসন্তে আজ উপছে পড়া ঢেউ
হৃদয় জুড়ে প্রাণের ছোঁয়া বাদ পড়ে না কেউ।
রক্ত ভেজা রাজপথে আজ কৃষ্ণচূড়ার দোলা
একুশ আজো স্মৃতিপটে মনের কোনে তোলা।
নগ্ন পায়ে এগিয়ে গিয়ে একুশ তোমায় স্মরি
সবাই মিলে শপথ নিয়ে প্রাণের এদেশ গড়ি।