ফাইনালে নাদালের সামনে জোকোভিচ

39

রেকর্ড সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা থেকে আর একটি জয় দূরে নোভাক জোকোভিচ। শুক্রবার লুকাস পুলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সার্ব তারকা।
ছয়বারের চ্যাম্পিয়নের কাছে পাত্তা পাননি ফরাসি প্রতিপক্ষ পুলি। এক ঘণ্টা ২৩ মিনিটের লড়াইকে জোকোভিচ ২৮তম বাছাইকে উড়িয়ে দেন ৬-০, ৬-২, ৬-২ গেমে।
গ্র্যান্ড সøামের সেমিফাইনালে ১৯৭৮ সালের পর প্রথমবার এমন একপেশে ম্যাচ হলো। ৪১ বছর আগে ফ্রেঞ্চ ওপেনে সুইডিশ কিংবদন্তি বিয়ন বোর্গ ৬-০, ৬-১, ৬-০ গেমে হারিয়েছিলেন কোরাদো বারাজাত্তিকে।
রবিবার রড লেভার অ্যারেনায় মুখোমুখি হবেন র‌্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়।
আকাঙ্ক্ষিত ফাইনাল জিতলে রয় এমারসন ও রজার ফেদেরারকে টপকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়বেন জোকোভিচ। অন্যদিকে নাদালের সামনেও রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। জোকোভিচকে হারাতে পারলে উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত দুবার করে জেতার কীর্তি গড়বেন স্প্যানিশ তারকা।