ফাইনালে চট্টগ্রাম ওয়ারিয়র্স ও হকি কিংস

37

হকি কেন্দ্র আয়োজিত চতুর্থ বিজয় কাপ হকি টুর্নামেন্টের গতকাল অনুষ্ঠিত দুই সেমিফাইনালে পরস্পরকে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম ওয়ারিয়র্স ও হকি কিংস। দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচে চট্টগ্রাম ওয়ারিয়র্স ৫-২ গোলে পদাতিক ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। খেলার প্রথমার্ধের ৫, ৮ ও ১১ মিনিটে সম্মিলিত আক্রমন থেকে রায়হান, আরাফাত ও সৃজনের গোলে ৩-০ তে এগিয়ে যায় চট্টগ্রাম ওয়ারিয়র্স। ১৯ মিনিটে পদাতিক ক্লাবের পিযুষের গোলে ব্যবধান ৩-১ হয়। পরবর্তীতে উপর্যুপুরি আক্রমন থেকে ২৭ মিনিটে ওয়ারিয়র্সের আরাফাত আবারও কানেক্টের মাধ্যমে গোল করে ৪-১ ব্যবধানে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটে জহিরের গোলে (৪-২) আবারও ম্যাচে ফেরার চেষ্টা করে পদাতিক ক্লাব । কিন্তু ৪১ মিনিটে সৃজনের দুর্দান্ত ফ্লিক গোলে পরিণত হলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম ওয়ারিয়র্স।
দিনের অপর ম্যাচে হকি কিংস ৫-৩ গোলে পরাজিত করে মাদারবাড়ী চ্যালেঞ্জার্সকে। প্রথমার্ধের ৩, ১৯, ১৮ মিনিটে জয়রাজ ও সাজ্জাদ লক্ষ্যভেদী পুশে গোল করলে (৩-০) তে এগিয়ে যায় হকি কিংস। দ্বিতীয়ার্ধে ২৪, ২৯ মিনিটে পলাশ লক্ষ্যভেদী পুশের মাধ্যমে ম্যাচে ফিরে মাদারবাড়ী চ্যালেঞ্জার্স (৩-২)। ৩১ ও ৩২ মিনিটে সাজ্জাদ ও জয়রাজের গোলে ৫-২ গোলে ব্যবধানে এগিয়ে যায় হকি কিংস। এ সময় খেলায় চরম উত্তোজনা বিরাজ করে। ৩২ মিনিটে নয়নের লক্ষ্যভেদী পুশ গোলে পরিণত হয়ে ব্যবধান কমিয়ে ৫-৩ করে মাদারবাড়ী চ্যালেঞ্জার্স। খেলায় হকি কিংসের জয়রাজ দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করে। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুপুর ২:৩০টায় মাদারবাড়ী চ্যালেঞ্জার্স বনাম পদাতিক ক্লাব মোকাবিলা করবে। বিজ্ঞপ্তি