ফাইনালে কাজী ছগির স্মৃতি ও দাশপাড়া মায়ের উন্নয়ন

53

বোয়ালখালীতে গোমদন্ডী একাদশ ক্লাব আয়োজিত স্বাধীনতা কাপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা গত ১০ মার্চ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। রাত্রিকালীন এই ফুটবল টুর্নামেন্টে ১ম খেলায় কাজী ছগির স্মৃতি সংসদ টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে মুন্সিপাড়া একটিভ সংঘকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের নোমান। সুন্দর ও সুশৃংঙ্খল খেলা প্রর্দশনের জন্য বিজয়ী দলের নোমান ও বিজীত দলের নওশাদকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
২য় খেলায় দাশপাড়া মায়ের উন্নয়ন সংঘ ৩-০ গোলে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘকে পরাজিত করে ফাইনালে ওঠে। সেরা খেলার নির্বাচিত হয় বিজয়ী দলের ফয়সাল। সুন্দর ও সুশৃংঙ্খল খেলা প্রর্দশনের জন্য বিজয়ী দলের খেলোয়াড় মাসুদ ও বিজীত দলের খেলোয়াড় মারুফকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমদন্ডী একাদশ ক্লাবের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান এএসএম সাইফুদ্দীন চৌধুরী, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কার্যনির্বাহী সদস্য সাংবাদিক এসএম গিয়াস উদ্দীন, গোমদন্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি (মেম্বার), মো. ইসমাঈল হোসেন, হাফিজুর রহমান খোকন, ইয়াছিন আলী, মুহাম্মদ আইয়ুব, মো. ইউনুছ, মহসিন খোকন, জাফর ইকবাল, রিমন, ডিলন, রোকন উদ্দিন, পিংকু দর প্রমুখ।