ফরাসি ওপেন ফাইনালে গাউফ ও শিয়াওতেক

11

 

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফ। ফরাসি ওপেনে মেয়েদের এককে শিরোপা লড়াইয়ে বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেকের বিপক্ষে খেলবেন তিনি। প্যারিসে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ইতালির মার্তিনা ত্রেভিজানকে ৬-৩, ৬-১ গেমে হারান ১৮ বছর বয়সী গাউফ। মেজরে এটিই তার প্রথম সেমি-ফাইনাল।

NEW YORK, NEW YORK – AUGUST 27: Cori Gauff of the United States looks on against Anastasia Potapova of Russia during their Women’s Singles first round match on day two of the 2019 US Open at the USTA Billie Jean King National Tennis Center on August 27, 2019 in the Flushing neighborhood of the Queens borough of New York City. (Photo by Clive Brunskill/Getty Images)

শেষ চারের আরেক ম্যাচে ২১ বছর বয়সী শিয়াওতেক ৬-২, ৬-১ গেমে জেতেন রাশিয়ার ২০তম বাছাই দারিয়া কাসাতকিনার বিপক্ষে। টানা ৩৪তম জয়ে দ্বিতীয়বারের মতো মেজরের ফাইনালে উঠলেন পোল্যান্ডের এই খেলোয়াড়। প্যারিসে ২০২০ সালের চ্যাম্পিয়ন শিয়াওতেক এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন। ফাইনাল হবে আজ শনিবার।