ফতেয়াবাদ স্কুল মাঠ হতে পারে মিনি স্টেডিয়াম

25

 

উত্তর চট্টলার নন্দিত জনপথ হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ একটি ঐতিহাসিক এলাকা। অত্র এলাকায় অনেক গুণী, সাংবাদিক, কবি, লেখক ও সাহিত্যিক বিশারদের জন্ম। ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহাসিক খেলার মাঠ রয়েছে। জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় এই মাঠে ক্রিকেট এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। উত্তর চট্টগ্রামের এতো বিশালায়তনের খেলার মাঠ আর একটিও নেই। এলাকার স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি সহ জেলা ও উপজেলার রাজনীতিক এবং সামাজিক ব্যক্তিবর্গের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি ফতেয়াবাদ স্কুল মাঠকে মিনি স্টেডিয়ামে পরিণত করা। সারা বছর এই স্কুল মাঠে বিভিন্ন ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলমান থাকে। অত্র বিদ্যালয়ের খেলার মাঠটি মিনি স্টেডিয়ামে পরিণত হলে অত্র এলাকার গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ক্রীড়া সংস্থার কাছে আকুল আবেদন অতিসত্বর ফতেয়াবাদ স্কুল মাঠকে মিনি স্টেডিয়াম ঘোষণা করা এবং ফতেয়াবাদ স্কুল মাঠে উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়। তাই, হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের খেলার মাঠ মিনি স্টেডিয়ামে রূপান্তর এখন সময়ের দাবি। -লেখক ও সংগঠক