ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমে সাংগঠনিক কর্মশালা

42

 

হাটহাজারীর ফতেয়াবাদ শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের উদ্যোগে নবনির্বাচিত কার্যকরী কমিটি, বিভিন্ন সাব-কমিটি, উপদেষ্টামন্ডলী ও বিভিন্ন পর্যায়ের সংগঠকদের নিয়ে সাংগঠনিক কর্মশালা গত ১২ নভেম্বর সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন দাশের সভাপতিত্বে ও জপধ্যান সম্পাদক বিক্রমজিৎ রায়ের সঞ্চালনায় কর্মশালায় আলোচনায় অংশ নেন সেবাশ্রমের সহ-সভাপতি অশোক কুমার নাথ, সহ-সভাপতি প্রকৌশলী রামেশ্বর চৌধুরী। সেবাশ্রমের সাধারণ সম্পাদক নাথুরাম ধরের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের সম্পাদকবৃন্দ বিভাগভিত্তিক রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টের উপর বক্তব্য দেন সেবাশ্রমের উপদেষ্টা তিলক কুমার মল্লিক, প্রকৌশলী বাদল কৃষ্ণ চৌধুরী, সহ-সভপতি সুজিত কুমার দাশ, অর্থ সম্পাদক অভিরাম ধর, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চৌধুরী (শিমুল), সেবাপূজা সম্পাদক কানু চৌধুরী, জপধ্যান সম্পাদক বিক্রমজিৎ রায়, স্বেচ্ছাসেবক সম্পাদক জনি চৌধুরী, সহ-অর্থ সম্পাদক অলক ধর, সদস্য রনজিৎ কুমার নাথ, প্রিতম পলাশ দে, রিমন মুহুরী, বাবলা সরকার সৈকত, জপধ্যান সাব-কমিটির কবিতা রাণী শর্মা, লাভলী ধর, রেখা বিশ্বাস, ইলু রানী দে, মনিকা চৌধুরী, রত্না চৌধুরী, মুক্তা শর্মা, বাবু দে, অনু চৌধুরী, শিল্পী দত্ত প্রমুখ। কর্মশালায় সেবাশ্রমের নির্মাণাধীন শ্রীমন্দিরের নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয় এবং সেবাশ্রমের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করতে বিভিন্ন বিভাগভিত্তিক বার্ষিক ও ত্রি-বার্ষিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও পরিকল্পনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিভাগভিত্তিক বিভিন্ন সাব-কমিটিও গঠন করা হয়। বিজ্ঞপ্তি