ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

95

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে শ্রী রামঠাকুর সেবাশ্রমের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা গত ৫ ফেব্রæয়ারি সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী চন্দন দাশের সভাপতিত্বে ও মনিকা চৌধুরীর সঞ্চালনায় সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন বাদশা-মাবিয়া কলেজের অধ্যাপক প্রদীপ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক রিংকু কুমার শর্মা, আইন ও অধিকার সংস্থার সভাপতি এড. উত্তম কুমার দত্ত। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক রীতা রাণী ধর, সেবাশ্রমের সাধারণ সম্পাদক ডা. দুলাল কৃষ্ণ শীল, দীপন চৌধুরী, প্রকৌশলী রামেশ্বর চৌধুরী, চন্দন কুমার চৌধুরী, প্রদ্যুত চৌধুরী শিমুল, ভূপাল কান্তি চৌধুরী, অজিত কান্তি ধর, সুনীল সেন, স্বপন কুমার সরকার, নাথুরাম ধর, রঞ্জন চৌধুরী সজল প্রমুখ। শ্রীশ্রী বেদবাণী পাঠের মাধ্যমে শুরু হওয়া ধর্মসভার শেষে শতাধিক গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ধর্মসভায় বক্তারা বলেন, ঠাকুর রামচন্দ্র দেব ছিলেন অসাম্পদায়িক চেতনার মূর্ত প্রতীক। তিনি মহাপুরুষদের কিংবদন্তী ছিলেন। তিনি মানবতার আত্মশুদ্ধির জন্য মানুষের ঘরে ঘরে বিচরণ করেন। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে একটি কুসংস্কারমুক্ত, বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের আদর্শ ও দর্শন চর্চা ধারণ করার মাধ্যমে একটি কলুষমুক্ত আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বিজ্ঞপ্তি