ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালা

69

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের উদ্যোগে গতকাল ১৮ জানুয়ারি সকালে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক ও সেবাশ্রমের সহ-সভাপতি রীতা রাণী ধরের সভাপতিত্বে সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সহ-সভাপতি প্রকৌশলী রামেশ্বর চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী চন্দন দাশ। মহানাম সংকীর্তন ও শ্রীশ্রী বেদবাণী পাঠের মাধ্যমে কর্মশালা শুরু করা হয়। কর্মশালায় স্বেচ্ছাসেবকদের আদর্শ, লক্ষ্য ও করণীয় বিষয়ে আলোচনা করেন শিক্ষাবিদ বিষ্ণুপদ মজুমদার, চন্দন কুমার চৌধুরী, সেবাশ্রমের সাধারণ সম্পাদক ডা. দুলাল কৃষ্ণ শীল, ভ‚পাল চৌধুরী, অজিত কান্তি ধর, প্রদ্যুত কুমার চৌধুরী, মিলন কান্তি দে, সুনীল কান্তি সেন, কবিতা রাণী শর্মা, মাষ্টার বিপ্লব দাশ, কানুরাম নাথ, নাথুরাম ধর, রত্না চৌধুরী, রতন বিশ্বাম, স্বপন মল্লিক প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদেও মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় বিভিন্ন পরিসরে ইলা দাশগুপ্তা ও মনিকা চৌধুরী ভক্তিগীতি পরিবেশন করেন এবং তবলায় অমি চৌধুরী সহযোগীতা করেন। কর্মশালা শেষে উপস্থিত সকলের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি