ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফে জসনে জুলুছ অনুষ্ঠিত

12

 

ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের উদ্যোগে বিশাল জসনে জুলুস-ঈদে মিলাদুন্নবী (দ) পালিত হয়েছে। গাউছিয়া সমিতি বাংলাদেশের আয়োজনে বিশাল জুলুসটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাফত নগরস্থ তেলপারই সৈয়দ বাড়ি দরবার শরীফের পীর আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (র.) এর মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে সূচনা করেন সাজ্জাদানশীন
পীরে তরিকত সৈয়দ মসিহুদ্দৌলা। এতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এর রওজা মোবারকের প্রতিকৃতি এবং বিভিন্ন কলেমার ব্যানার, ফেস্টুন হাতে আগত হাজার- হাজার আশেকে রাসুল (দ), সুন্নী জনতা পদযাত্রা, মোটর শোভাযাত্রা নিয়ে জাফত নগরস্থ মোহাম্মদ তকিরহাটে এক পথসভায় মিলিত হয়। সেখান থেকে জাহানপুর হয়ে পাঁচ কিলোমিটার দূরে ধর্মপুর আজাদী বাজার চত্বরে আরেকটি পথ সভায় মিলিত হয়। সেখান থেকে বখতপুর-সমিতিরহাট হয়ে সমিতিরহাট বাজারে আরেকটি পথসভা শেষে দক্ষিণ নিচিন্তাপুর হয়ে সৈয়দ বাড়ি বাগে হুদা খানকায়ে কাদেরিয়া নক্সবন্দিয়া সৈয়দিয়া প্রাঙ্গণে এসে মূল জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে হযরত মুহাম্মদ (দ) র জীবন-কর্ম, বেলায়ত, শান মান নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের েেকন্দ্রীয় চেয়ারম্যান কলামিস্ট মাওলানা আবদুল মান্নান। বিজ্ঞপ্তি