ফটিকছড়ি প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রতিনিধি সম্মেলন

58

ফটিকছড়ি প্রবাসী জনকল্যাণ পরিষদ (বহির্বিশ্ব অনলাইন এক্টিভিটিস্) এর প্রতিনিধি সম্মেলন গত ৩০ জুলাই বিকালে সংগঠনের উদ্যোক্তা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মুহাম্মদ ওসমাণ গনী জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মুহাম্মদ শফিউল আজম বাদশা। প্রধান নির্বাচন কমিশন হিসেবে নির্বাচন পরিচালনা করেন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মাদ সেলিম উদ্দীন। প্রতিনিধি সম্মেলনে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদকে প্রধান উপদেষ্টা করে দুবাই প্রবাসী আলহাজ মুহাম্মদ শফিউল আজম বাদশা, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহম্মদ তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. মুহাম্মদ আবুল কালাম আজাদ সহ ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে মুহাম্মদ রফিকুল ইসলামকে আহবায়ক, মুহাম্মদ সেলিম উদ্দীন, আনোয়ার আজম, মুহাম্মদ ইদ্রিচ, তুষার বিশ্বাসকে যুগ্ম আহবায়ক, মুহাম্মদ ওসমান গনী জুয়েলকে সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহ আমানত সুজন, মুহাম্মদ আলী আজম সুমন, মুহাম্মদ শাহজান আলী শাহিন, মুহাম্মদ আলমগীর, ওমর ফারুক, মুহাম্মদ আলমগীর, মোহাম্মদ সেলিম উদ্দিন, আবদুল হালিম, মুহাম্মদ আবুল মুনছুর, জিসান উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দীন, ইমরান উদ্দীন, আনোয়ার হোসেন, রাজিব মহাজন, এস এ সাহেদ, শাহিদুল ইসলাম শাহাজান, মোহাম্মদ শাহিন উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব, সাইফুদ্দিন সজিব, মাসুদ পারভেছ রাজন, মুহাম্মদ লোকমান, রিয়াজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি