ফটিকছড়ি নাজিরহাট অক্সিজেন সড়কে এসি বাস চালু

46

নাজিরহাট প্রতিনিধি

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর পরি প্রেক্ষিতে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত যাতায়াতের জন্য যাত্রীদের সুবিধার্থে ৪টি এসি বাস চালু হয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির পরিচালনায় এ বাসগুলো পরিচালিত হচ্ছে। গত সোমবার ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্ত¡রে ওই বাসের উদ্বোধন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেনসহ প্রমুখ। মালিক সমিতি জানান, ফটিকছড়িবাসীর অনেকদিনের প্রাণের দাবী ফটিকছড়ি-চট্টগ্রাম এসি বাসের। আজকে আমরা তা প‚র্ণ করতে পেরে আনন্দিত। জানা যায় , বাস গুলো সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত রাস্তায় চলবে। ফটিকছড়ি-নাজিরহাট-সরকার হাট ৩টি স্থানে যাত্রী উঠানামা করবে এবং প্রতি এক ঘন্টা পর পর ১টি বাস যাত্রা করবে। ফটিকছড়ি থেকে চট্টগ্রাম অক্সিজেন পর্যন্ত জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।