ফটিকছড়ি এফজিএফ গোল্ড মেডেল শিশু মেধাবৃত্তি পরীক্ষা

2

 

উত্তর চট্টগ্রামের শিক্ষা ও সমাজ কল্যাণমূলক বৃহত্তর আঞ্চলিক সংস্থা ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন (এফজিএফ) গোল্ড মেডেল মেধা বৃত্তি পরীক্ষা গত ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের জিএম (শিপিং) এম হামিদ উল্লাহ চৌধুরী, ফাউন্ডেশনের পরিচালক ও এসআইবিল আজাদী বাজার শাখা ব্যবস্থাপক শিক্ষানুরাগী এম. জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, এটিও নাজমুল হক, ফটিকছড়ি আইনজীবী সমিতির সভাপতি এড. লেয়াকত আলী চৌধুরী, এড. উত্তম কুমার মহাজন, সহকারী অধ্যাপক আনোয়ারুল করিম, প্রভাষক এনএম রহমত উল্লাহ, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ ইউচুপ, সহকারী প্রধান শিক্ষক শহীদুল আজম, নাসির উদ্দীন, প্রধান শিক্ষক মিসেস জোহরা খানম, গ্রামার ফাউন্ডেশনের পরিচালক আহমদ উল্লাহ, এম. শাহাবুল আলম মিনার, তৌহিদুল আলম, এস. এম. আবু সোয়াইব, এফজিএফ বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী এম. কামরুল হাসান চৌধুরী, কেন্দ্র সচিব এম. মুক্তাদির আহমেদ সহকারী সচিব মাওলানা আলী আজগর, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আহমদ উল্লাহ ও মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী প্রমুখ। বৃত্তি পরিক্ষায় ফটিকছড়ি উপজেলার ২৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানে ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী সকল শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রতি ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি