ফটিকছড়ি উপজেলা আ.লীগের বিবৃতি

30

 

ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর বিরুদ্ধে বিএনপি-জামায়াত ও তাদের মদদদাতাদের কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্যের নিন্দা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ফটিকছড়ি উপজেলার লেলাং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিনকে বিএনপি নেতা সরোয়ার মেম্বার মেরে ফেলার হুমকি ও এলাকা ত্যাগে বাধ্য করেন। আর এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হস্তক্ষেপ করলে নাজিম উদ্দিন মুহুরির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার ও মানহানি করেন বিএনপি-জামায়াত ও তাদের মদদদাতারা। আর এদের সাথে একাত্মতা পোষণ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য আইন বহির্ভ‚ত প্রচার ও বিভিন্ন উসকানিম‚লক বক্তব্যের মাধ্যমে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। যার কারণে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিদাতারা হলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, চেয়ারম্যান আবদুল হালিম, তসলিম বিন জহুর, সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, মাওলানা মো. ইউছুপ, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মোহাম্মদ আলী চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সরোয়ার উদ্দিন, চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, সাদাত আনোয়ার সাদী, এডভোকেট উত্তম কুমার মহাজন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম, এ কে জাহেদ চৌধুরী, আবুল বশর, ইব্রাহীম সবুজ, হাজী আবুল কাশেম, বোরহান আহমদ, জহুরুল আলম, রাম প্রসাদ দে, সাবেক চেয়ারম্যান ফারুকুল আজম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ, নাসির উদ্দিন, এমরান চৌধুরী, মাহবুল আলম, সফিউল আজম টিপু, জানে আলম, সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম ইরফান চৌধুরী, নুরুল ইসলাম, আফাজ উদ্দিন, হোসেইন শহীদ জাফর আলম, সুনীল সেন, আশীষ কান্তি দে, আকতার মিয়া, জালাল উদ্দিন, শফিউল আজম, হাবিব মাহামুদ সাজ্জাদ, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোবারক হাসান, মোহাম্মদ লোকমান, মাসুদ পারভেজ, মাঈনুল করিম সাউকি, মাহবুল আলম, নুর হোসেন, নুরুল আমিন, রাজিয়া মাসুদ, নুরজাহান, শারমিন নুপুর, মো. জামাল উদ্দিন, রায়হান রুপু, রাহুল, মো. আনিস প্রমুখ। বিজ্ঞপ্তি