ফটিকছড়িবাসীর জন্যই ৫০ শয্যা থেকে ১০০ শয্যা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স

4

ফটিকছড়ি প্রতিনিধি

বর্তমান সরকারকে ‘স্বাস্থ্যসেবাবান্ধব সরকার’ উল্লেখ্য করে ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্প্রসারণ ও শয্যাসংখ্যা বাড়ানোর। ফটিকছড়িবাসীর জন্যই ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যার হতে যাচ্ছে। ১০০ শয্যায় উন্নীতকরণে ওপিডি ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের আজ উদ্বোধন হলো। যতদ্রæত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে। আধুনিক ও স্মার্ট ফটিকছড়ি গঠনে ফটিকছড়িবাসী আমাকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।
গত শনিবার দুপুরে উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, জেলা আ’লীগ নেতা বখতিয়ার সাইদ ইরান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাদাত আনোয়ার সাদি, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন বাবুল, নাজিরহাট পৌরসভা আ’লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, প্যানেল মো. আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ডা. জয়নাল আবেদীন মুহুরী প্রমুখ।