ফটিকছড়িতে হেফাজতের সমাবেশ

30

মহানবী হজরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখা। গত বুধবার সদরের ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সমাবেশে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
যত দিন ক্ষমা চাইবে না, তত দিন পর্যন্ত ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ক‚টনৈতিক সম্পর্ক স্থগিত রাখতে হবে। ফ্রান্সের পন্য এদেশে বয়কট করতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, অনতিবিলম্বে মহানবীকে অবমাননার প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। হেফাজতের মহাসচিব আরো বলেন, আমরা চাই সরকার আরও অনেক বছর ক্ষমতায় থাকুক। কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে। সরকার নবীর বন্ধু, আমরাও নবীর বন্ধু। দাবী না মানলে প্রয়োজনে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। উপজেলার বাবুনগর মাদ্রাসার শিক্ষক মো. আবু মাখনুন মোহাম্মদ আজিজির সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের জৈষ্ঠ্য নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। এতে উপস্থিত ছিলেন আল্লামা হাবিবুর রহমান কাছেমী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কুতুব উদ্দিন, আল্লামা জোনায়েত বিন জালাল উদ্দিন, আল্লামা আবু সৈয়দ, আল্লামা মো. নেজাম উদ্দিন, আল্লামা হাবিবুল্লাহ আজাদী, মুফতি মো. খালেদ, মাওলানা মো. ইলিয়াছ, মাওলানা আমির উদ্দিন ও মাওলানা মাহমুদ প্রমুখ।