ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

38

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য, কটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লেলাং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদ। গত ৫ জানুয়ারি উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লেলাং ইউনিয়নের মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদের পক্ষে মুহাম্মদ ইফতেখার উদ্দিন মুরাদ। লিখিত বক্তব্যে তারা বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সদরের দলীয় কার্যালয়ে এবং লেলাং গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সংবাদ সম্মেলনে লেলাংয়ের বাসিন্দা মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ এবং মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মরহুম নেছারুল হককে নিয়ে ব্যক্তিগত, তার পরিবার নিয়ে বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত। এতে মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হয়েছে। তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরীর প্রত্যক্ষ মদদে এমন দৃষ্টতা দিখিয়েছে বলে উল্লেখ করেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দোষীদের বিচার দাবি করা হয়। এতে আরো বলা হয় কথিত লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. ফারুক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরীকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে এমন মন্তব্যে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নইলে তাদের আইনের মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় উপজেলার সুয়াবিল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ আবু তাহের এবং লেলাং ইউনিয়নের ১৭ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী বলেন, আমি কোন মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভ্রান্তিকর কিংবা কটুক্তি করিনি। এছাড়া কাউকে মদদও দেইনি। মুক্তিযোদ্ধারা দেশের সুর্য সন্তান। তাদের নিয়ে এমন দৃষ্টতা দেখানো ব্যক্তি আমি নই। সম্প্রতি লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. ফারুক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী এলাকার কিছু মুক্তিযোদ্ধাদের ভুয়া এবং পরিবারের সদস্যদের অত্যাচারে এলাকায় অনেকেই দিশেহারা বলে মন্তব্য করেন।