ফটিকছড়িতে বৌদ্ধ বিহারের ভিক্ষু রক্ষায় মানববন্ধন

18

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারের ভিক্ষু রক্ষায় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সিদ্ধান্ত প্রত্যাখ্যাত মর্মে ঘোষণা দিয়েছে। গত ১২ বিহার সংলগ্ন সড়কে মানববন্ধনে দায়ক-দায়িকা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বিহারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিহারের সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বড়ুয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, বহু ইতিহাসকে সামনে রেখে প্রতিষ্ঠিত ঐতিহাসিক পূণ্যতীর্থ আবদুল্লাহপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার। এ বিহারের দায়ক-দায়িকার বর্তমান সংখ্যা প্রায় দেড় হাজারের অধিক। এ ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে গুটিকয়েক ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভিত্তিহীন, প্রতিহিংসাপরায়ণ, মানবাধিকার লঙ্ঘিত সিদ্ধান্ত অনৈতিক এবং আবদুল্লাহপুর শাক্যমুনি বিহারাধ্যক্ষ এম. ধর্মবোধি ভিক্ষুকে বিহার ত্যাগের আদেশ গ্রামবাসী মেনে নিতে পারে না। আমরা এহেন অনৈতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, শাক্যমুনি বিহারাধ্যক্ষ এম ধর্মবোধি ভিক্ষু বহুগুণে গুণান্বিত, কর্মবীর ব্যক্তিত্ব। তাঁকে এবং বর্তমান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ গ্রামের নিরীহ মানুষকে মেয়াদোত্তীর্ণ সাবেক কমিটির সম্পাদক কানাইলাল বড়ুয়া কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমরা অবিলম্বে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার এক তরফা অনৈতিক সিদ্ধান্ত ও সাবেক সাধারণ সম্পাদক কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি । একি ভাবে সরকারের কাছে এ ঘটনা সম‚হের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য অধিকার রক্ষায় সহায়তা কামনা করছি। অন্যথা বৌদ্ধ সমাজে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে; তা বিষ্ফোরণে পরিণত হবে। তখন দায়ভার সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং মিথ্যা মামলাকারীদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিহারের সহ-সভাপতি সমর বিজয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা বিপুল কান্তি বড়ুয়া, সুধীর বড়ুয়া, উপদেষ্টা মনোরঞ্জন বড়ুয়া, সুদত্ত রঞ্জন বড়ুয়া প্রমুখ।