ফটিকছড়িতে বারীয়া শফিকুল মুনীর যুব কমিটির মতবিনিময় সভা

193

৩ দিনব্যাপী আগামী ১৯, ২০ও ২১ ডিসেম্বর পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার ১৯তম বার্ষিক সভা উপলক্ষে মতবিনিময় সভা ফটিকছড়ি পৌর সদর রাঙ্গামাটিয়া শফিকীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। বারীয়া শফিকুল মুনীর যুব কমিটির উদ্যোগে গত ৯ ডিসেম্বর মত বিনিময় সভায় সভাপত্বি করেন দরবারের পীর হযরতুলহাজ্ব শাহ্ছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী। যুব কমিটির মুহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা মো. ইউসুফ, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন, লেলাং ইউপির সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব সালেহীন, এমদাদ চৌধুরী, শাহজাদা হাফেজ মুহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা বার এসোসিয়েশনের সভাপতি এড.লেয়াকত আলী চৌধুরী, উপজেলা জাপার সভাপতি আবছার উদ্দিন, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, পৌর কাউন্সিলর কাউন্সিলর মো. আবুল কাসেম, কাউন্সিলর হেলাল উদ্দিন, আব্দুল কায়ুম চৌধুরী, জসিম উদ্দিন,আলহাজ মহিন উদ্দনি, শফিউল আলম দুলাল প্রমুখ। সভায় বক্তরা বলেন, উত্তর চট্টগ্রামের সর্ববৃহত ভাবে প্রতি বছর রাঙ্গামাটিয়া দরবার শরীফে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ও মায়নমার থেকে ওলমায়ে কেরাম গন অংশ গ্রহন করে থাকেন। এতো বড় অয়োজন সু শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। আশা করি এবার সে ভাবে সম্পন্ন হবে। মতবিনিময় সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, রাঙ্গামাটিয়া শফিকীয়া দরবার শরীফের পীর হযরতুলহাজ্ব শাহ্ছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী।