ফটিকছড়িতে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা

8

 

ঈদুল আযহার ছুটির দিনে সবাই ব্যস্ত পশু কোরবানি আর পরিবার নিয়ে। তখন ফটিকছড়ির ডুবাই ইসলাম ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ব্যস্ত ফি সেবা প্রদানে। জরুরি প্রয়োজনে মানুষের সেবায় সদস্যরা এসব সেবা দিয়ে যাচ্ছেন। মানুষের সেবাই যেন ওদের ঈদ আনন্দ। ঈদের দিন সকালে ফোন বেজে ওঠা মাত্রই অপর প্রান্ত থেকে মো. হাসান বলছেন, তার মা রোকসানা বেগমের গতকালের দেওয়া অক্সিজেন শেষ হয়ে গেছে। আজ আবার দিতে হবে। সঙ্গে সঙ্গে শুরু হলো ব্যস্ততা। যত দ্রূত সম্ভব রোগীর বাসায় পৌঁছানোর চেষ্টা। সংগঠনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরই আমরা ঈদ অনেক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালন করি। কিন্তু এ বছর হয়নি। বর্তমানে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেশি হওয়ায় অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবার চাহিদা বেশি। আর আমরা সেবা দিয়েই আনন্দ পালন করছি। একই রকম কথা অন্যদের মুখেও। উপজেলার সমিতিরহাট ইউনিয়ন কেন্দ্রিক দুবাই ইসলাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম গত ২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ পর্যন্ত ফাউন্ডেশনে অক্সিজেন সেবা নিয়েছেন ১৬ জন, ব্লাড ডোনেশান ১৬ জন, আর্থিক সহায়তা নিয়েছেন ৫ জন এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর সেবা নিয়েছেন ১৯ জন। এসব কাজে স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন সাত সদস্য। তারা সার্বক্ষনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক কাজী সাইফ বলেন, ভাইরাসে আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করতে হবে। এটি একটি অদৃশ্য ঘাতক। এ ঘাতকদের বিরুদ্ধে মোকাবিলা করতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।