ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশ

78

ফটিকছড়ি উপজেলায় একযোগে ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়গুলোতে পৃথকভাবে আয়োজিত এসব সমাবেশে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সা¤প্রতিক কালের ছেলে ধরা গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, গণপিটুনীতে মানুষ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিশ্চিত করতে এ প্রথম গোটা উপজেলায় একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সমাজের সচেতন ব্যক্তি এবং অভিভাবকসহ বিশেষ করে মায়েরা অংশ নেন। উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল করিব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন আকতারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিমনগর আহমদিয়া রহমানিয় উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির আহাম্মদ, নাজমুন নাহার প্রমুখ। শিক্ষা কর্মকর্তা হাসানুল করিব বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, স্বপ্নের বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে সেরা দেশে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়েই উন্নত দেশের পথে এখন বাংলাদেশ। তিনি বলেন, সা¤প্রতিককালের গুজব এখন মহামারি আকার ধারণ করেছে। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।