ফটিকছড়িতে প্রশাসনের জরুরি সভায় মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

18

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ফটিকছড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত উপজেলার সবগুলো বাজারে শপিংমলসহ সব ধরনের দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গত ৯ মে বিভিন্ন বাজারের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সভায় জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের জহুরুল হক মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইছমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ উদ-দ্দৌলা, উপজেলাধীন বিভিন্ন হাট-বাজারের ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।