ফটিকছড়িতে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

14

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ পেয়েছে। এসময় প্রার্থীদের সাথে আসা কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে উঠে। উপজেলা পরিষদে আসন্ন নির্বাচনের জন্য নিয়োগ প্রাপ্ত ৫ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পান। এতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, বাগানবাজার ইউনিয়নে রুস্তম আলী, দাঁতমারা ইউনিয়নে- মুহাম্মদ জানে আলম, নারায়ণহাট ইউনিয়নে হারুনুর রশিদ, হারুয়ালছড়ি ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট, পাইন্দং ইউনিয়নে শাহা আলম সিকদার, কাঞ্চননগর ইউনিয়নে মুহাম্মদ দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে মুহাম্মদ শাহনেওয়াজ, রোসাংগিরী ইউনিয়নে সোয়েব আল সালেহীন, জাফতনগর ইউনিয়নে আব্দুল হালিম, বখতপুর ইউনিয়নে মুহাম্মদ সোলাইমান, আব্দুল্লাহপুর ইউনিয়নে মুহাম্মদ অহিদুল আলম, লেলাং ইউনিয়নে সরোয়ার উদ্দিন শাহিন, সমিতিরহাট ইউনিয়নে হারুনুর রশিদ ইমন, ধর্মপুর ইউনিয়নে কাজী মাহমুদুল হক। সে সাথে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হচ্ছেন। এরা হলেন- লেলাং ইউনিয়নের সরোয়ার উদ্দিন শাহিন, বখতপুর ইউনিয়নের এম সোলাইমান ও আব্দুল্লাহপুর ইউনিয়নের অহিদুল আলম। এতে লেলাং ও বখতপুর ইউনিয়নের দুই প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আব্দুল্লাহপুর ইউনিয়নে দুই বিদ্রোহী প্রার্থী প্রার্থীতা প্রত্যহার করেছেন। জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম উক্ত তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন। তাছাড়া বিভিন্ন ইউনিয়নের ৪ জন সংরক্ষিত আসনে ও ৫ জন সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।