ফটিকছড়িতে ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা

26

ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ না করার অপরাধে কাজে বাঁধা দেওয়ায় প্রকৌশলীকে হত্যার হুমকির অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। গত শনিবার উপজেলার সহকারি শিক্ষা প্রকৌশলী বিশ্ব সূত্র ধর বাদি হয়ে ফটিকছড়ি থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহসিন এন্ড ব্রাদার্স ও দেশ কনস্ট্রাশনের মালিক মো. মহসিন হায়দার গত ৩১ অক্টোবর উপজেলার সামার দিঘিতে স্থাপিত টেকনিকেল স্কুল এন্ড কলেজ (টিএসসি) প্রকল্পের আরসিসি ঢালাইয়ের কাজ সিডিউল মোতাবেক না করায় প্রকৌশলী এসব কাজে বাঁধা দেন। এসময় ক্ষিপ্ত হয়ে ঠিকাদার মহসিন হায়দার তাঁর উপর চড়াও হয়। তাকে মারধর করে হত্যার উদ্দ্যেশ্যে গলা টিপে ধরেন। এসময় প্রকল্পের সাইট ম্যানেজার শামসুর রহমান তাকে উদ্ধার করেন। মামলার বাদি প্রকৌশলী বিশ্ব সূত্র ধর বলেন, বিবাদি প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ না করার অপরাধে আমি কাজে বাঁধা প্রদান করি। কিন্তু তিনি এসময় আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মারধর করেন। হত্যা চেষ্টা চালান। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা দায়েরে কিছুটা সময় লাগল। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, প্রকৌশলীকে হত্যার হুমকির অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।