ফটিকছড়িতে ট্রিপল-মার্ডার মামলার আসামি ফিরোজসহ গ্রেফতার ৫

46

ফটিকছড়ি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ট্রিপল-মার্ডার মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদেরকে গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় র্ফোস পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ট্রিপল-মার্ডার মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফিরোজ (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মো. ফিরোজ পৌরসভা ২নং ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়া মহানগর নবিদুর রহমান সওদাগর বাড়ি প্রকাশ কামাল চেয়ারম্যান বাড়ির মো. সোলাইমানের পুত্র। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া একই দিনে রাতে থানার এএসআই নুরুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ফটিকছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফটিকছড়ি থানার মামলা নং১২(৭) ১৯৯৮ ধারা অস্ত্র আইনের ১৯-অ ধরায় ১০ বৎসর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি ওসমান গনিকে গ্রেফতার করে পুলিশ।
­সে পৌর এলাকার ধুরুং কলিফার বাড়ির আমির হোসেনর পুত্র। তাছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি নানুপুর গামারীতলা এলাকার মৃত আ.হামিদ এর পুত্র মো. আইয়ুব আলী, একই এলাকার জনৈক একাব আলীর পুত্র মো. ইসহাক, লেলাং শাহ নগর এলাকার মৃত বদন মিয়ার পুত্র নুর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদেরকে গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে র্সোপদ করেছে বলে জানান পুলিশ।