ফটিকছড়িতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

16

ফটিকছড়ি প্রতিনিধি

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম বলেছেন, সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছে বলেই সারাদেশের ন্যায় ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল বাগানবাজার ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের নারী শিক্ষা অনেক এগিয়ে গেছে। গতকাল সোমবার ফটিকছড়ি উপজেলার চিকনছড়া উচ্চ বিদ্যালয় হলরুমে বাগানবাজার ইউপি কর্তৃক ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উদ্বোধকের বক্তব্যে মোহাম্মদ আবুল কালাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি। বাগানবাজার ইউপি চেয়ারম্যান মো. শাহাদত হোসেন সাজুর সভাপতিত্বে ও মো. অলি উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর মোহাম্মদ রবিউল হোসেন সোহাগ, সহযোগী অধ্যাপক কবির হোসেন, প্রভাষক কবির হোসেন, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী ও প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।
অনুষ্ঠানে সংবর্ধিত জিপিএ-৫ পাওয়া ৭ শিক্ষার্থীকে নগদ ৩০ হাজার টাকা করে বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।