ফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ

6

ফটিকছড়ির বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসএন্ডডি মজুমদার ট্রাস্টের উদ্যোগে ভূজপুর কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরি, দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় তিনশ’ চা বাগান শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন এসএন্ডডি মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান সমাজহিতৈষী দিলীপ কুমার মজুমদার।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অ্যাড. উত্তম কুমার মহাজন। বীর মুক্তিযোদ্ধা বাবুল কান্তি দে এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দীন ফারুকী, ৪নং ভূজপুর ইউপি চেয়ারম্যান এসএম এইচ শাহাজাহান চৌধুরী, মাষ্টার ল²ী বিন্দু ধর, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, দানবীর মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের যুগ্ম সাধারন সম্পাদক দেবব্রত দে (দেবু), সনাতনী জাগরন সংঘের সাধারন সম্পাদক শিমুল দাশ, মাষ্টার সুনিল পাল, অনিল সেন, তাপস চন্দ্র বসু, বাবলা দে ও কেশব দে প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার মজুমদার বলেন, অবহেলিত জনগোষ্ঠীরা সমাজের অংশ। তাদের পিছিয়ে রেখে সমাজের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করে সমাজ ও দেশের কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি