ফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক প্রদান

14

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়িতে ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে দেড় কোটি টাকার বেশি টাকা অনঝদান হিসেবে বরাদ্দ দিয়েছেন সমাজকল্যাণ অধিদপ্তর। প্রায় মাস খানেক ধরে ফটিকছড়ির ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করা হয়। গত ৫ অক্টোবর বিকেলে ফটিকছড়ির সীমান্তবর্তী রামগড় চা বাগানে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে সর্বশেষ অনুদান হস্তান্তর করেন প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও শাহাদাৎ হোসেন সাজু। মাস্টার নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মদন রাজগড়, জয় চন্দ্র দে প্রমুখ। এ বাগানে ৩৪২ জনকে ৫ হাজার করে ১৭ লাখ ১০ হাজার টাকা এবং পুরো ফটিকছড়িতে এবছর ৩ হাজার ৫৪ জনকে সর্বমোট ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। গত বছরও একি পরিমাণ টাকা অনুদান দিয়েছিল।