ফটিকছড়িতে চা বাগানের কর্মকর্তার ১ বছর কারাদন্ড

3

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কেটে পুকুর খনন করায় চা-বাগান কর্মকর্তাকে এক বছরের দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার উপজেলার নারায়ণহাট ইউনিয়নস্থ হালদা ভ্যালী চা-বাগানে অভিযান চালিয়ে সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ মহসিনকে এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রহমান সানি।
জানা যায়, চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল নামক স্থানে টিলা কেটে অবৈধভাবে পুকুর খনন করছিল উক্ত বাগান কর্তৃপক্ষ। এ সময় টিলা কাটায় জড়িত থাকায় বাগানের সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ মহসিন হোসেন (৩০) কে এ দÐ দেন। তিনি চাঁদপুর জেলার উত্তর চর ভৈরবী গ্রামের আবুল হাসেমের ছেলে। এছাড়াও এ কাজে নিয়োজিত এস্কেভেটর চালক স্থানীয় বাসিন্দা গৌতম দাশকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।
অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটি এম কামরুল ইসলাম, ভ‚জপুর থানা পুলিশের একটি দল এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি বলেন, ‘অবৈধভাবে পুকুর খনন করায় এবং টিলা কাটার অপরাধে তাকে এ দন্ডাদেশ দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে’।