ফটিকছড়িতে গায়েবী ধন কেবলার ওরশ

17

ফটিকছড়ি প্রতিনিধি

ভক্তের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারীর (প্রকাশ বাবা ভান্ডারী) প্রথম কন্যা শাহজাদী সৈয়দা মায়মুনা খাতুন’র প্রথম পুত্র শাহ্স‚ফী সৈয়দ সিরাজুল ইসলাম(প্রকাশ-গায়েবী ধন কেবলা কাবা) এর ৩৬তম বার্ষিক ওরশ ২১ ফেব্রুয়ারি ফটিকছড়ির আজিমনগর ভান্ডার শরীফের গায়েবী ধন মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন মাওলানা শাহুস‚ফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী। এর আগে গায়েবী ধন কেবলা কাবার জীবনীর উপর আলোচনার সভাপতির বক্তব্যে শাহস‚ফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী বলেন, আল্লাহ পাকের ওলীদের জীবন দর্শনই হচ্ছে জনসেবা ও জনকল্যাণ। পৃথিবীটা বাসযোগ্য হোক এটাই তারা চান। একটি মানবিক উদার সহনশীল বিশ্ব গড়ার পথ নির্দেশনাই পেশ করেছেন নবী-ওলী মনীষীরা। এসময় নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ ইরফানুর রহমান(মিজান)সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওরশে আগত ভক্তরা গায়েবী ধন মঞ্জিলে সাজ্জাদনশীন শাহুস‚ফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়।