ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

20

ফটিকছড়ি উপজেলার তেলপারই খালে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের আব্দুর রশিদ মুন্সির বাড়ির আব্দুর রশিদ মুন্সির দ্বিতীয় পুত্র।
জানা যায়, সকালে উত্তর নিশ্চিন্তাপুরস্থ স্থানীয় বাইতুল হুদা মাদ্রাসার উত্তরে তেলপারই খালে বড়শি বাইতে যান আবুল কাশেম। এসময় বড়শি খালের গভীরে আটকে গেলে তিনি পানিতে ডুব দিয়ে বড়শি আনতে যান। বড়শি আনতে না পেরে প্রথমে তিনি পাড়ে উঠে যান। পরে আবার ডুব দিলে আর উঠতে পারেনি। বৃদ্ধের সাথে থাকা তার ১২ বছরের ছেলে এ খবর লোকজনকে জানালে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাননি। পরে ঘটনাস্থল থেকে আরো ৩-৪শ ফুট দূরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশকে জানিয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।