ফটিকছড়িতে ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

86

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাক্যাম্প পরিদর্শন করতে গতকাল বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছেন। তিনি দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে সরাসরি এসে নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজ মাঠে নামেন। এর পর তিনি স্বল্প সময় সেখানে অবস্থান করে ক্যাম্পের দায়িত্বরদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে সেখানে রুদ্ধদ্ধার বৈঠক করেন। পরে মধ্যাহ্নভোজ সেরে তিনি ফটিকছড়ি ত্যাগ করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান বলেন, ‘সেনাপ্রধান মহোদয় উপজেলার নানুপুরে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। এর পর তিনি সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন। তিনি আরো জানান, ফটিকছড়িতে তিনটি সেনাক্যাম্প রয়েছে। তার একটি পরিদর্শন করলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে স্থাপিত সেনাক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে মূলত সেনাপ্রধান ফটিকছড়িতে আসেন।